সিরিজের প্রথমটি ওয়ানডেতে টস হেরেও ব্যাটিং করছে বাংলাদেশ। সৌম্য সরকারের ইনজুরিতে থাকায় এদিন তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নামেন লিটন কুমার দাস। কিন্তু অধিনায়কের প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৬ বলে মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২৫ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ।
এর আগে, টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, গ্রায়েম ক্রেমার, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, লুক জঙ্গো, টিনাশে পানিয়াঙ্গারা, মুজারাবানি এবং ম্যালকম ওয়ালার।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব