আর মাত্র একটি ক্যাচ নিতে পারলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে এক হাজার রান, ৫০ উইকেট আর ৫০ ক্যাচের অনন্য রেকর্ডে নিজের নাম লেখাবেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। এর মধ্য দিয়ে ভিভ-রিচার্ডস, কপিল দেব, অ্যালান বোর্ডারদের মতো ক্রিকেট গ্রেটদেরর নামের পাশে মাশরাফির নামটিও জ্বল জ্বল করবে।
মূলত স্পেশালিস্ট বোলার হলে শেষ দিকে ব্যাট হাতে নেমে মাঝে মাঝে একটু-আধটু ঝড় তোলেন মাশরাফি। বোলিংয়ের রেকর্ডটাই যে মাশরাফির সবচেয়ে উজ্জ্বল হবে এ তো বলাই বাহুল্য। এ পর্যন্ত ১৫৭ টি ওয়ানডে খেলেছেন মাশরাফি। তাতে বল হাতে অর্জন ২০০ উইকেট, আর ব্যাট হাতে ১৩৯৯ রান। একইসঙ্গে ফিল্ডিংয়ে ৪৯ উইকেট— অলরাউন্ডার পরিচয়টা বেশ বুক ফুলিয়েই দিতে পারেন নড়াইল এক্সপ্রেস।
তবে আরেকটি ক্যাচ নিতে পারলে অর্জনটা হবে বুক ফুলিয়ে জানানোর মতোই। কারণ ক্রিকেট ইতিহাসে এমন অর্জনে মাশরাফির পাশের নামগুলো একবার দেখুন— ভিভ রিচার্ডস, কপিল দেব, অ্যালান বোর্ডার, সেলিম মালিক, অর্জুনা রানাতুঙ্গা। ওয়ানডের ইতিহাসে যা মাত্র ৪৭ জন খেলোয়াড়ের আছে এমন অর্জন।
তবে ওয়ানডেতে কমপক্ষে এক হাজার রান, ২০০ উইকেট ও ৫০ ক্যাচের তালিকাটা করলে সেখানে মাশরাফি হবেন বিশ্বের ১৫ তম ক্রিকেটার। এখন দেখা যাক আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে এই অর্জনটা ছাপিয়ে যেতে পারেন কিনা বোলার মাশরাফি।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব