মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে টাইগারদের ছুঁড়ে দেওয়া ২৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ১২৮ রানেই গুটিয়ে যায়। ফলে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা ১৪৫ রানে বিশাল জয় তুলে নিয়ে ১-০তে এগিয়ে গেল।
বাংলাদেশের ২৭৩ রানের জবাবে ৩৬.১ ওভারে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সফরকারীদের বিপক্ষে একাই ৫ উইকেট তুলে নেন সাকিব আল হাসান।
দুপুর একটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী জিম্বাবুয়ে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।
টপ অর্ডারের ব্যাটসম্যানরা খুব একটা ভালো না করলেও মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরি, তামিম ইকবাল আর সাব্বির রহমানের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে টাইগাররা তোলে ২৭৩ রান।
ভালো শুরু করা জিম্বাবুয়ের ওপেনার চামু চিবাবাকে ফিরিয়ে দিয়ে টাইগারদের প্রথম উইকেটের দেখা পাইয়ে দেন সাকিব আল হাসান। দশম ওভারের প্রথম বলে লংঅফে দাঁড়ানো লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য হন ৯ রান করা চিবাবা। দলীয় ৪০ রানের মাথায় প্রথম ইউকেট হারায় জিম্বাবুয়ে।
ওপেনার চামু চিবাবাকে ফিরিয়ে দিয়ে দলীয় ১৪তম ওভারে আরেকবার জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন সাকিব। ব্যক্তিগত ২ রান করে নাসির হোসেনের হাতে ধরা পড়েন ক্রেইগ আরভিন। সাকিবের পর উইকেট শিকারে যোগ দেন আল আমিন হোসেন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে জিম্বাবুয়ের আরেক ওপেনার জঙ্গোকে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি করেন। ৩৯ রান করে বিদায় নেন জঙ্গো।
১৮তম ওভারের শেষ বলে সফরকারীদের ইনফর্ম ব্যাটসম্যান শেন উইলিয়ামসকেও ফিরিয়ে দেন সাকিব আল হাসান। সাকিবের তৃতীয় শিকারে সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে উইলিয়ামসের ব্যাট থেকে আসে ৮ রান।
দলীয় ৬৫ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা সফরকারীদের ইনিংস মেরামতের দায়িত্ব পালন করতে থাকেন ১৯২ ওয়ানডে খেলা চিগুম্বুরা এবং ৪৮ ওয়ানডে খেলা সিকান্দার রাজা। রাজা ও নতুন ব্যাটসম্যান ওয়ালারকে দ্রুত ফিরিয়ে দেন টাইগার দলপতি মাশরাফি।
ইনিংসের ২৬তম ওভারে মাশরাফির দারুণ সুইংয়ে সিকান্দার রাজা উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩ রান। এ উইকেটের মধ্য দিয়ে মাশরাফি ওয়ানডে ক্যারিয়ারের ২০১তম উইকেট লাভ করেন। এক ওভার পর আবারো আক্রমণে এসে ম্যালকম ওয়ালারকে ফিরিয়ে দেন নড়াইল এক্সপ্রেস। নাসিরের তালুবন্দি হয়ে ওয়ালার ফেরার আগে করেন ১ রান।
কিছুটা বিরতি দিয়ে মাশরাফি আবারো সাকিবকে বোলিং আক্রমণে আনলে দলপতির আস্থা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার। চতুর্থ শিকার তুলে নিতে ৩৪তম ওভারে ক্রেমারকে এলবির ফাঁদে ফেলেন সাকিব। আউট হওয়ার আগে ব্যক্তিগত ১৫ রান করেন ক্রেমার। এরপর পানিয়াঙ্গাকেও বোল্ড করে ফিরিয়ে দেস সাকিব। এ উইকেটের মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম বার ৫ উইকেট শিকার করেন সাকিব।
পরের উইকেটটি দখল করেন নাসির হোসেন। তার শিকারে ফেরেন ৪১ রান করা চিগুম্বুরা। উইকেটরক্ষক মুতুম্বামি আহত হওয়ায় ব্যাটিংয়ে নামেননি।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন