মাত্র দুইটি উইকেট! আর এটা পেলে ওয়ানডেতে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটপ্রাপ্তির শীর্ষে উঠে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বর্তমানে এই তালিকায় সবার ওপরে রয়েছেন স্পিনার আবদুর রাজ্জাক। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট নিয়ে সাকিব তাকে ছুঁই ছুঁই করছেন। আর মাত্র ২টি উইকেট নিলেই সাকিব ছাড়িয়ে যাবেন রাজ্জাকের ২০৭ উইকেটের মাইলফলককে। ওয়ানডে ক্যারিয়ারে ১৫৭ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা ২০৬। হয়তো এই সিরিজেই সবার উপরে উঠে যাবেন দেশ সেরা এই ক্রিকেটার।
তবে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনিও পেয়েছেন দুটি উইকেট। বর্তমানে ম্যাশের উইকেট সংখ্যা ২০১।
এদিকে, শনিবার প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে নিয়েছেন ৫ উইকেট নিয়ে অন্য একটা মাইলফলক ছুঁয়েছেন সাকিব। যদিও বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডেতে ৬ উইকেটও নেওয়ার রেকর্ড রয়েছে ৩ জনের। মাশরাফি, রুবেল ও মুস্তাফিজ ওয়ানডেতে ৬টি করে উইকেট নিয়েছেন। এছাড়া ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার মাইলফলক রয়েছে আরও ৭ জনের।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৫/মাহবুব