ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু চলতি মৌসুমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না হোসে মরিনহোর শিষ্যরা। এবার স্টোক সিটির মাঠে গিয়ে ১-০ গোলে হেরেছে তারা।
শনিবার রাতে ব্রিটানিয়া স্টেডিয়ামে ম্যাচের ৫৩তম মিনিটে মার্কো আরনোতোভিচের করা গোলটিই স্টোক সিটিকে ৩ পয়েন্ট এনে দেয়। লিগে এটি চেলসির ১২ ম্যাচে সপ্তম হার। অ্যাস্টন ভিলার বিপক্ষে গত অক্টোবরে জয়ের পর টানা তিন ম্যাচ হারল মরিনিয়োর দল। ১১ পয়েন্ট নিয়ে লিগে চেলসির অবস্থান ১৬তম; ১৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে স্টোক সিটি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় স্টোক সিটি। জেরদান শাকিরি হয়ে গ্লেইন জনসনের ক্রস কাজে লাগাতে পারেননি জন ওয়ালটার্স। তবে সুবিধাজনক জায়গায় থাকা আরনোতোভিচ দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন।
এক গোলে পিছিয়ে যাওয়ার পর সমতায় ফিরতে মরিয়া চেলসি প্রতিপক্ষের রক্ষণে চাপ বজায় রাখলেও গোল পায়নি। নেমানিয়া মাতিচের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ৮০তম মিনিটে গোছালো আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি এডেন হ্যাজার্ডও।
চার মিনিট পর সমতায় ফেরার আরেকটি ভালো সুযোগ নষ্ট করে চেলসি। অস্কার-কস্তা হয়ে বল পেয়ে যান বদলি হিসেবে নামা লোইক রেমি। এগিয়ে আসা গোলরক্ষককে টপকালেও ভারসাম্য রাখতে না পারায় এই ফরোয়ার্ডের দুর্বল শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।
শেষদিকে ব্রাজিলের মিডফিল্ডার অস্কারের শট সরাসরি স্টোক সিটির গোলরক্ষকের গ্লাভসে জমে গেলে চেলসির সমতায় ফেরার আশাটুকুও গুঁড়িয়ে যায়।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৫/মাহবুব