জিম্বাবুয়ে বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তাই সাকিবের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়ে দল থেকে বাদ পড়েছিলেন বিজয়। তারপর আর দলে জায়গা হয়নি তার। বিজয়ের পরিবর্তে ওপেন করার সুযোগ পেয়ে সৌম্য সরকার নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যদিও ইনজুরির কারণে এই সিরিজে সৌম্যও মাঠের বাইরে। তার পরিবর্তে দলে ঢুকেছেন ইমরুল কায়েস। অবশেষে বিজয়ও জায়গা পেয়ে গেলেন দলে। সাকিব আল হাসান ছুটি নেওয়ায় ভাগ্য খুলে যায় তার। ঘরোয়া লিগে নিয়মিত রান করছিলেন বিজয়। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন। সে কারণেই দলে জায়গা পেয়ে গেলেন।
নিরাপত্তার অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করায় স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর অনুপ্রেরণাতেই তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে বাংলাদেশে এসেছিলেন। প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংও করেছেন। ৪৭ রানে নিয়েছেন ৫ উইকেট। সাকিবের ঘূর্ণি জাদুতেই প্রথম ম্যাচে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। সোমবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। কিন্তু সাকিব না থাকায় হয়তো কিছুটা স্বস্তিই বোধ করবেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। আর এদিন টাইগাররা জ্বলে উঠতে পারলেই সিরিজ হবে বাংলাদেশের।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ