গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। শাহাদাতের আইনজীবী অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। এর আগে ১৩ অক্টোবর তিন দিনের রিমান্ড শেষে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম। ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন ৮ অক্টোবর ক্রিকেটার শাহদাতকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে, জেসমিন জাহানের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/শরীফ