এক সময় পাকিস্তান তো বটেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কার বোলার ছিলেন সাঈদ আজমল। কিন্তু বোলিং অ্যাকশন পরিবর্তন করে সেই আজমল নখ-দন্তহীন বাঘ। ইয়াসির শাহের কাছে জাতীয় দলের জায়গা হারিয়েছেন। আশা করেছিলেন শিগগিরই আবার দলে ফিরবেন। কিন্তু বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির কড়া সমালোচনা করায় আজমলকে বড় ধরণের দুঃসংবাদ দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর জের ধরেই শাস্তি হিসেবে আজহমলকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে পিসিবি।
সম্প্রতি স্থানীয় দু’টি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আজমল বলেছিলেন, ‘কেন অফস্পিনারদের লক্ষ্যবস্তু করা হচ্ছে? লেগ স্পিনার বা পেস বোলারদের কেন নয়? বিশ্বে অনেক বোলারই আছেন, বোলিংয়ের সময় যাদের হাতের কনুই ভেঙে নির্ধারিত ১৫ ডিগ্রি অতিক্রম করে। তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
আজমলের এমন মন্তব্যে ক্ষুব্ধ খোদ পিসিবি। সংস্থাটির চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আজমলের মন্তব্যের ব্যাপারে আমরা দুঃখিত। তার কাছ থেকে এটি আশা করিনি। শৃঙ্খলা ভঙ্গের দায়েই নুন্যতম শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। চুক্তি বাতিলের পাশাপাশি বেতন প্রদানও বন্ধ থাকবে।’
তিনি আরও বলেন, ‘অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আজমল যখন নিষিদ্ধ হয়েছিলেন তখন আমরাই তার পাশে ছিলাম। এমনকি তার বোলিং শোধরানোর জন্য সাকলাইন মুস্তাককে কাজে লাগানো হয়েছিল। কিন্তু, সে আইসিসি নিয়ে যে মন্তব্য করেছে তা মোটেই কাম্য নয়। এ কারণে আমরা তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছি।’
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব