দুই ম্যাচের টোয়েন্টি২০ সিরিজের প্রথমে ব্যাট করে ওয়ালারের অর্ধশতকের ওপর ভর করে ১৯.৩ ওভারে ১৩১ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ফলে জয়ের জন্য সফরকারীদের টার্গেট দাঁড়িয়েছে ১৩২ রান।
মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টাইগারদের বোলিং তোপে পড়ে সফরকারীরা। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নেন। একপর্যায়ে ৩৮ রানেই চার উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।
কিন্তু ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যেই দলের হয়ে একাই লড়াই করছিলেন ম্যালকম ওয়ালার। অষ্টম ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে তিনি করেন সর্বোচ্চ ৬৮ রান। মাত্র ৩১ বলে ৪ চার ও ৬ ছক্কায় তিনি এ রান সংগ্রহ করেন।
বাংলাদেশের হয়ে মাশরাফি, মুস্তাফিজ ও আল-আমিন ও অভিষিক্ত জুবায়ের ২টি করে উইকেট নিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব