বেঙ্গালুরুতে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে সকাল সকালই ৪৫ রানেই তিনটি উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। ওপেনার ভ্যান জিল ১০ রান, পাফ ডু প্লুসিস শূন্য ও অধিনায়ক হাশিম আমলা ৭ রান করেই সাজঘরে ফিরেন। ডিন এলগার ৩০ রান ও এবি ডি ভিলিয়ার্স ৭ রান নিয়ে ক্রিজে আছেন। প্রোটিয়াদের তিনটি উইকেটের ২টি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর অ্যারন নিয়েছেন ১টি উইকেট। শেষ খবর পর্যন্ত প্রোটিয়ারা আর কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেছে।
উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ তে এগিয়ে আছে সফরকারীরা।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/শরীফ