বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানেই অলঅাউট হয়ে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের প্রথম ইনিংসে ধস নামিয়েছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তারা উভয়েই ৪টি করে উইকেট নিয়েছেন। অার অ্যারন নিয়েছেন ১টি উইকেট। আজ প্রথম দিনে টসে জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ব্যাটিংয়ে নেমে সকাল সকালই ৪৫ রানেই তিনটি উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। ওপেনার ভ্যান জিল ১০ রান, পাফ ডু প্লুসিস শূন্য ও অধিনায়ক হাশিম আমলা ৭ রান করেই সাজঘরে ফিরেন। ডিন এলগার ও এবি ডি ভিলিয়ার্স ছাড়া আর কেউ-ই তেমন রানের দেখা পাননি। এলগার ৩৮ রান করেন।
এদিকে, ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। শেষ খবর পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করেছে স্বাগতিকরা। ক্রিজে আছেন শিখর ধাওয়ান ও মুরালি বিজয়।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/শরীফ