পার্থে চলমান দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৫৫৯ রানের জবাবে সফরকারী নিউজিল্যান্ড বেশ ভালোই জবাব দিচ্ছে। টেস্টে তৃতীয় দিনে আজ কিউইরা তাদের প্রথম ইনিংসে মাত্র ৩ উইকেট হারিয়ে ৪০৭ রান সংগ্রহ করেছে। অজিদের প্রথম ইনিংসের চেয়ে তারা এখন মাত্র ১৫২ রানে পিছিয়ে আছে। অথচ হাতে আছে আরো ৭টি উইকেট। কিউইদের হয়ে কেইন উইলিয়ামসন ও রস টেলর সেঞ্চুরি করেছেন। উইলিয়ামসন ২৪৯ বলে ১৬৬ রান করে অাউট হয়ে গেলেও রস টেলর এখনো ক্রিজে আছেন। তার সংগ্রহ ১৬৬ রান। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক ব্রান্ডন ম্যাককুলাম। তার সংগ্রহ ২১। অথচ কিউইদের ওপেনার মার্টিন গাপটিল মাত্র ১ রান করে সাজঘরে ফিরেন। সফরকারীদের উইকেট তিনটি নিয়েছেন মিশেল স্টার্ক, নাথান লিয়ন ও যশ হ্যাজলউড। তৃতীয় দিনের শেষ সেশনের খেলা চলছে।
এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৯ রান করে ইনিংস ঘোষণা করে। ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি ও খাওয়াজার সেঞ্চুরির উপর ভর করে এ সংগ্রহ গড়তে সক্ষম হয় অজিরা। ওয়ার্নার করেন ২৫৩ রান ও খাওয়াজার সংগ্রহ ছিল ১২১ রান। ট্রেন্ট বোল্ট, হেনরি ও ব্রেসওয়েল ২টি করে উইকেট ও ক্রেইগ নেন ৩টি উইকেট।
উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজে অজিরা এখন ১-০ তে এগিয়ে আছে। ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্ট জিতে স্বাগতিকরা।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ