জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের চতুর্থ বলে দলীয় ৩৪ রানে তামিম ইকবালের উইকেট হারিয়েছে বাংলাদেশ। মাদজিবার বলে জিম্বাবুয়ে অধিনায়ক চিগম্বুরার ক্যাচে পরিণত হয়ে মাঠ ছাড়েন তিনি। ১৫ বল খেলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান সংগ্রহ করেন তামিম।
স্বাগতিকদের হয়ে ব্যাট করছেন চার বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক।
রবিবার বিকাল ৫ টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ