আন্তর্জাতিক ক্রিকেটকে হঠাৎ বিদায় জানালেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিশেল জনসন। পার্থের ওয়াকা গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট শেষেই নিজের বুট জোড়া তুলে রাখবেন এ বাঁহাতি সিমার। তবে ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে টি-টোয়েন্টি ম্যাচের খেলা চালিয়ে যাবেন তিনি।
দীর্ঘ ১০ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জনসন বলেছেন, 'অবসর নেওয়ার এটাই আমার জন্য সেরা সময়। আমি খুবই ভাগ্যবান যে, দারুণ একটি ক্যারিয়ার পেয়েছি এবং দেশের হয়ে প্রতিটি মুহূর্তই উপভোগ করেছি। এটা অসাধারণ একটি যাত্রা ছিল।’
এদিকে জনসনের হঠাৎ অবসরে বিস্মিত হয়েছেন দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি জনসনের পুরো ক্যারিয়ারকে ‘চরম পেশাদারী’ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, এক দশকের ক্যারিয়ারে জনসন খেলেছেন ৭২টি টেস্ট (পার্থ টেস্ট ছাড়া)। যেখানে তার প্রাপ্ত উইকেট ৩১০টি, রানও আছে ২০৩৪। আর ১৫৩টি আন্তর্জাতিক ওয়ানডে খেলে ঝুলিতে ভরেছেন ২৩৯ উইকেট। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০ টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৯।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/এস আহমেদ/মাহবুব