২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর এই চার গোলের চারটিই হয় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা সকারুদের রুখে দেওয়ায় কোনো গোল আদায় করতে পারেনি অস্ট্রেলিয়া।
সকারুদের হয়ে প্রথমার্ধে করা ৪ গোলের তিনটিই করেছেন টিম কাহিল। বলতে পারেন এক কাহিলের কাহিল বাংলাদেশ। দলের হয়ে অপর গোলটি করেছেন মাইলি জিদানাক।
ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় টিম কাহিলের গোলে লিড নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের ৩০ মিনিটে লংপাসে বাংলাদেশ সকারুদের ডি-বক্সে বল আনলেও সেখানে কোনো স্বাগতিক ফুটবলার না থাকায় সমতায় ফেরা হয়নি।
এরপর খেলার ৩২ ও ৩৭ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন টিম কাহিল। ম্যাচের ৪৩ মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে ৪-০তে এগিয়ে দেন জেডিনাক।
বিরতির পর বেশ কয়েক বার জোরালো আক্রমণ করেন সকারুরা। তবে দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের শক্ত রক্ষণভাগকে পরাস্ত করতে বার বারই ব্যর্থ হয়েছে সফরকারীরা। ফলে প্রথমার্ধে করা ওই ৪ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বে হোম ম্যাচে পার্থের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল সকারুরা। এবার বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে কিরগিজস্তানকে ৩-০ গোলে হারিয়ে। এদিকে গত বৃহস্পতিবার তাজিকিস্তানের মাঠেও বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ৫-০ গোলে।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/মাহবুব