বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বরিশাল বিভাগীয় দল 'বরিশাল বুলস'কে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় বরিশাল স্কুল মোড় থেকে একটি রোড শো বের হয়। র্যালির নেতৃত্ব দেন বরিশাল বুলসের সত্ত্বাধিকারী ক্রিকেট সংগঠক এমএ আউয়াল চৌধুরী ভুলু, বরিশাল বুলসের বিভাগীয় আহবায়ক সাদিক আবদুল্লাহ, বরিশাল বুলসের আইকন খেলোয়াড় ও অধিনায়ক শাহরিয়ার নাফিস, অলরাউন্ডার সোহাগ গাজী, ফজলে রাব্বি, মনির হোসেন, সালমান হোসেন ও রাসেল সহ অন্যরা। বরিশাল বুলসের সমর্থকরা সড়কের দুইপাশে বিভিন্ন ভবনের ছাদে, কার্নিসে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে প্রিয় খেলোয়ার ও সংগঠকদের অভিনন্দনে সিক্ত করেন। রালিটি অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মঞ্চে ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বরিশাল বুলসের সত্ত্বাধিকারী এমএ আউয়াল চৌধুরী ভুলু, আহ্বায়ক সাদিক আবদুল্লাহ এবং বরিশাল বুলসের অধিনায়ক শাহরিয়ার নাফিস।
সংগঠক ও খেলোয়াড়রা বরিশাল দলকে এমন ফুলেল শুভেচ্ছায় সিক্ত করায় কৃতজ্ঞতা জানান এবং খেলার মাঠে ভালবাসার প্রতিদান দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন। একইসঙ্গে বরিশাল স্টেডিয়ামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি তোলেন বক্তা এবং উপস্থিত জনতা।
দলের অধিনায়ক শাহরিয়ার নাফিস বলেন, তার ক্রিকেট জীবনের স্মরণীয় আতিথেয়তা পেয়েছেন বরিশালে। বরিশালের ক্রিকেটভক্তদের ভালবাসার প্রতিদান মাঠেই দেবেন তারা। সবাই প্রত্যাশিত খেলা উপহার দিতে পারলে বরিশাল বুলস চ্যাম্পিয়ন হবে আশা তার।
দলের আইকন অলরাউন্ডার সোহাগ গাজী বলেন, বরিশালের মানুষ ক্রিকেটকে যে কত ভালবাসে তার প্রমাণ রোড শো। চূড়ান্ত সাফল্যের জন্য বরিশালবাসীর অব্যাহত সমর্থন কামনা করেন তিনি।
এদিন একটি বিশেষ হেলিকপ্টারযোগে বরিশাল আসেন খেলোয়ার এবং সংগঠকরা। রোড শোতে অংশগ্রহণ শেষে আবার হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান তারা।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ