জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের আনুষ্ঠানিক যাত্রা। তবে মাঠের লড়াই শুরু হবে দু'দিন পর, ২২ নভেম্বর থেকে।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা ঋত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ থেকে শুরু করে দেশি-বিদেশি তারকারা মাতিয়ে তুলবেন বিপিএলের উদ্বোধন।
আগের দুই আসরের মতো এবারও দেশি ক্রিকেটের সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ এ আসরের উদ্বোধনীতে থাকছে ভারতীয় শিল্পিদের প্রাধান্য। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত, ছয় ঘন্টার দীর্ঘ এ অনুষ্ঠানে শুধুমাত্র বিদেশি তারকা দিয়েই সাজানো হচ্ছে না, থাকছেন দেশি নামি-দামি তারকারাও।
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও জনপ্রিয় গায়ক কৃষ্ণাকুমার কুন্নাথ (কে কে)।
শুক্রবার দুপুর তিনটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল ফটক খুলে দেয়া হবে। এরপর চারটা থেকে শুরু হবে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মূল কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন