চলতি মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুরের শেষ চারে জায়গা করে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। চেক রিপাবলিকের টমাচ বারদিচকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে সেমিতে উঠেন সার্বিয়ান এ তারকা। আগামীকাল শনিবার লন্ডনের ও-২ এরিনায় অনুষ্ঠেয় সেমিফাইনালে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের মুখোমুখি হবেন জোকোভিচ। খবর বিবিসির
এটিপি ওয়ার্ল্ড ট্যুরের শেষ চারে উঠেছেন সুইস টেনিস লেজেন্ড রজার ফেদেরারও। জাপানি তারকা খেলোয়াড় কেই নিশিকোরিকে ৭-৫, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমিতে উঠেন ফেদেরার। সেমিফাইনালে ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারে বা সুইস নাম্বার ২ স্তানিসলাস ভাভরিঙ্কার মুখোমুখি হবেন তিনি। সেমিতে উঠার লড়াইয়ে আজ কোর্টে নামছেন মারে ও ভাভরিঙ্কা।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/শরীফ