জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের পর্দা উঠবে আজ বৃহস্পতিবার। এরপর ২২ তারিখে শুরু হবে ব্যাট-বলের লড়াই। তার আগে অনুশীলন করার সময় গোড়ালিতে চোট পেয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা।
অন্য দলগুলোর মতো শুক্রবার কুমিল্লার হয়ে অনুশীলনে নেমেছিলেন মাশরাফি। কিন্তু অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে চোট পান এই পেসার। তবে তার চোট গুরুতর না হওয়ায় কুমিল্লার হয়ে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে সিরিজের আগে রিক্সা থেকে পড়ে হাতের ইনজুরিতে পড়েছিলেন। জিম্বাবুয়ে সিরিজের আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অসুস্থ্য শরীর নিয়েও খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব