রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এখন লোকে লোকারণ্য। ছুটছে বাতির ফোয়ারা। দিনটার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছে দেশের ক্রিকেট ভক্তরা। শুধু ক্রিকেট ভক্ত বললে ভুল হবে, প্রতীক্ষায় ছিলেন বলিউড সুপারস্টার হৃতিক আর জ্যাকুলিন ভক্তরাও। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশের মাটিতে পা রাখলেন হৃতিক-জ্যাকুলিন। ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো বলিউডের দুই উজ্জ্বল তারকাকে। শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আজ বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতাবেন এ দুই বলিউড তারকা।
এদিকে দুপুরেই রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলে হাজির হন হৃতিক-জ্যাকুলিন। আড়াইটায় মঞ্চে উঠে ড্যান্সট্রুপসদের সঙ্গে ৩০ মিনিট রিহার্সেলও করেন হৃতিক। জানা গেছে, রাত ৮টার দিকে তিনি মঞ্চে উঠতে পারেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে দুপুর সাড়ে ১২টার সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে বের হয়ে আসে হৃতিককে বহনকারী অডি ব্র্যান্ডের গাড়িটি। ঢাকা মেট্রো-গ ৩৫-১৫৪১ নম্বর গাড়িটিতে দেখা গেলো বলিউডের এই সুপারস্টারকে। মাথায় ক্যাপ। যারা বুঝলেন হাত উঁচু করে স্বাগত জানালেন। কেউ দিয়ে বসলেন নায়কের নাম ধরে স্লোগান। তবে কাচ নামালেন না সুপারস্টার। হয়ত নিরাপত্তার স্বার্থে এমনই নির্দেশনা ছিল। অথবা, স্টেডিয়ামেই হবে চমক। কাচের ভেতর আবছা করে বোঝা গেলো হৃতিকের মুখ। পেছনে আরও আটটি গাড়িবহর।
ভিআইপি লাউঞ্জ পেরিয়ে বিমানবন্দর থেকে বের হবার মূল পথে জ্যামে পড়লো হৃতিকের গাড়িবহর। পুলিশি সাইরেন চলছেই। তবে গাড়ি বহরের মধ্যে ঠিক বুঝে ওঠা গেল না কোন গাড়িটিতে রয়েছে শ্রীলঙ্কান মেয়ে বলিউডের গ্লামার কুইন জ্যাকুলিন ফার্নান্দেজ।
এদিকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় বেজে উঠেছে অনুষ্ঠানের ঢাক-ঢোল। হৃতিক-জ্যাকুলিনের সঙ্গে জমকালো এ মঞ্চে আরও পারফর্ম করবেন ভারতের কণ্ঠশিল্পী কেকে। বাংলাদেশ থেকে সংগীত পরিবেশন করবেন এলআরবি, মমতাজ ও চিরকুট ব্যান্ডের সদস্যরা। নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও বাফার নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন আমব্রিন ও কলকাতার অভিনেত্রী পামেলা।
চ্যানেল নাইনের পর্দায় পুরো আয়োজন সরাসরি উপভোগ করা যাবে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ