আগামীকাল রবিবার থেকে শুরু হবে বিপিএলের তৃতীয় আসরে ব্যাট-বলের লড়াই। আর প্রথম দিনেই চট্টগ্রাম ভাইকিংসের হয়ে ব্যাটম্যানদের কাঁপন ধরাতে দেখা যেতে পারে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা মোহাম্মদ আমির। একই দলে খেলার জন্য নাকি প্রস্তাব পেয়েছিলেন আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। তবে হাফিজের দাবি, আমির থাকায় প্রস্তাব ফিরিয়ে দেন হাফিজ। কিন্তু মজার বিষয়, বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে হাফিজকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি!
সম্প্রতি দুবাইয়ের শীর্ষস্থানীয় পত্রিকা জংকে দেওয়া এক সাক্ষাৎকারে হাফিজ জানিয়েছেন, বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলতে তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্ত আমির খেললে তিনি খেলবেন না বলে সাফ জানিয়ে দেন।
পত্রিকাটিকে হাফিজ আরও বলেন, ‘এটা (আমিরের সঙ্গে খেলা) কোনো ব্যক্তিত্বের সংঘাত নয়।। এটা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তির বিষয়। আমি এমন কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলতে চাই না, যে দেশকে কলঙ্কিত করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ভাইকিংসের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন জানালেন, চট্টগ্রাম ভাইকিংসের পক্ষ থেকে হাফিজকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। এটা ভুয়া কথা।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে এবারের বিপিএলে ছয় ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৬ জন পাকিস্তানি ক্রিকেটার অংশ নিচ্ছেন। তবে কোনো দলের স্কোয়াডেই হাফিজের নাম নেই!
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব