চলতি মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালস'এ উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ ও তিন নম্বর তারকা সুইস লেজেন্ড রজার ফেদেরার। স্বদেশি স্তানিসলাস ভাভরিঙ্কাকে হারিয়ে রজার ফেদেরার দশমবারের মতো ফাইনালে উঠেন। চলতি বছর ফরাসি ওপেনজয়ী ভাভরিঙ্কাকে ৭-৫, ৬-৩ গেমে পরাজিত করেন ফেদেরার। সুইস এ লেজেন্ড এ পর্যন্ত ছয়বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে সার্বিয়ার নোভাক জোকোভিচ স্প্যানিস নাম্বার ওয়ান রাফায়েল নাদালকে ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে ফাইনালে উঠেন। টানা চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে ফেদেরারের মুখোমুখি হবেন তিনি। এ নিয়ে পাঁচবার এটিপি ফাইনালসের শিরোপা জিতেছেন জোকোভিচ। লন্ডনের ও ২ এরিনায় বছরের শেষ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, গত বছরও এপিটি ওয়ার্ল্ডন ট্যুরের ফাইনালে উঠেছিলেন এই দুই তারকা। কিন্তু পিঠের ইনজুরির কারণে ফেদেরার নিজেকে প্রত্যাহার করে নেয়ায় অটো জয় পেয়েছিলেন জোকোভিচ। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/শরীফ