ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ওপেন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও হেরেছে সফরকারী বাংলাদেশ ফুটবল দল। এবার তারা ২-১ গোলে হেরেছে চীনের লিজিয়ান ক্লাবের বিপক্ষে। প্রথম ম্যাচে হেরেছিল মিয়ানমারের হানথারওয়াডি ইউনাইটেডের কাছে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অবশ্য খারাপ খেলেনি। ম্যাচে মোনায়েম রাজু লাল কার্ড পাওয়ায় এক সময় দশজন নিয়েই খেলতে হয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। আমিনুর রহমান সজীবের গোলে দ্বিতীয়ার্ধে সমতা এনেছিল। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি তারা। খেলার ৮৫ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
নিয়মিত অধিনায়ক মামুনুল ইসলামকে দ্বিতীয় ম্যাচে খেলাননি কোচ ফাবিও লোপেজ। দলকে নেতৃত্ব দিয়েছেন ওয়ালি ফয়সাল। বাংলাদেশের তৃতীয় ম্যাচ ২৪ নভেম্বর স্থানীয় ক্লাব হেবেইয়ের বিপক্ষে। এই ম্যাচে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে খেলার আশা কিছুটা হলেও বেঁচে থাকবে সফরকারীদের। এই টুর্নামেন্টে অংশগ্রহণকে বাংলাদেশ দেখছে আসন্ন সাফ ফুটবলের প্রস্তুতি হিসেবে।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/শরীফ