চলতি মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালস'এ চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। সুইস লেজেন্ড রজার ফেদেরারকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে রেকর্ড টানা চতুর্থবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতেন। সবমিলিয়ে এটা তার পঞ্চম এটিপি ওয়ার্ল্ড ট্যুর শিরোপা। খবর বিবিসির
লন্ডনের ও-২ এরিনায় অনুষ্ঠিত এটিপি ওয়ার্ল্ড ট্যুর শিরোপাসহ চলতি বছর ১১টি শিরোপা জিতেছেন সার্বিয়ান তারকা জোকোভিচ। এর মধ্যে রয়েছে ইউএস ও অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডন শিরোপা। চলতি বছর শুধু ফরাসি ওপেন জেতা হয়ে উঠেনি তার। ফরাসি ওপেনের ফাইনালে আরেক সুইস স্তানিসলাস ভাভরিঙ্কার কাছে হেরে গিয়েছিলেন তিনি।
স্প্যানিশ নাম্বার ওয়ান রাফায়েল নাদালকে ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে ফাইনালে উঠেছিলেন জোকোভিচ।
টানা চারটি এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস শিরোপা জয়ের রেকর্ড জোকোভিচ ছাড়া অার কারো নেই। ইভান লেন্ডল ১৯৮৭ সালে নিউইয়র্কে টানা ৩টি এটিপি ফাইনালস শিরোপা জিতেছিলেন।
চলতি মৌসুমে জোকোভিচের পারফরম্যান্সকে তার টেনিস ক্যারিয়ারের সেরা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৫/শরীফ