বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে দলপতি মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকের ওপর ভর করে রংপুর রাইডার্স ১৩ রানে হারিয়েছে বরিশাল বুলস। সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের দেওয়া ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাকিবের রংপুর থামে ১৪২ রানে। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ সাকিব আল হাসান। তবে ২৩ রানে ৩ উইকেট নিয়ে বোলিং বেশ উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এদিন, মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বরিশাল বুলস। রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরার তোপের মুখে পড়তে হয়েছে দলটিকে। মাত্র ১৫ রানেই ৪ উইকেট হারিয়েছে তারা। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদের মিলিত চেষ্টায় লড়াই করার মতো পুঁজি পেয়েছে বরিশাল বুলস।
মাহমুদউল্লাহ ৪৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় করেছেন দলের সর্বোচ্চ ৫১ রান। এ ছাড়া নাদিফ চৌধুরী ৩০ (৩১ বলে), কেভন কুপার ২১ (১৩ বলে), মোহাম্মদ সামি ১৫ (৫ বলে) এবং সিকুগে প্রসান্না ১২ (৪ বলে) রান করে দলীয় সংগ্রহ বাড়িয়েছেন।
রংপুর রাইডার্সের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন সাকিব ও পেরেরা। এ ছাড়া ১টি উইকেট নিয়েছেন সাকলাইন সজীব।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তুললেও গত ম্যাচের মতো অল্প রানেই ফিরে যান টাইগার ওপেনার সোম্য সরকার। মাত্র ৭ বলে ৪ চারের সাহায্যে ১৭ রান করেন সৌম্য। এরপর একে একে ফিরে যান লেন্ডল সিমন্স ও সাকিব। ৪৬ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মোহাম্মদ মিথুন ও গত ম্যাচের 'ম্যান অব দ্য ম্যাচ' মিসবাহ উল হক। কিন্তু পাকিস্তানের টেস্ট অধিনায়ক এদিন দলকে বেশি দূর এগিয়ে নিতে পারেননি। মাত্র ২২ বলে ব্যক্তিগত ১৯ রান করেন সাজঘরে ফেরেন তিনি।
এরপর থিসারা পেরেরাকে নিযে দলকে জয়ের স্বপ্ন দেখান মিথুন। কিন্তু দলীয় ১৩৪ রানে পেরেরা এবং ১৩৬ রানে মিথুন ফিরে গেলে জয়ের সুভাস পেতে থাকে বরিশাল। শেষদিকে ড্যারেন সামিসহ বাকিরা ব্যর্থ হলে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে অলআউট হয় রংপুর।
বরিশালের হয়ে কেভন কুপার এক মেডেনসহ ৪ ওভারে ১৫ রানে ৫ উইকেট নেন। এছাড়া, মোহাম্মদ সামি ২টি ও সিকুগে প্রসান্না একটি উইকেট লাভ করেন।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৫/মাহবুব