২২ নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল'র তৃতীয় আসর। গত দু'দিন বিরতিতে ছিল দেশের টি-২০ ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাকর এই টুর্নামেন্ট। বিরতি দিয়ে ঢাকা থেকে আজ চট্টগ্রামে যাচ্ছে বিপিএল। আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে দুপুর ২টায় চিটাগাং ভাইকিংস খেলবে বরিশাল বুলসের বিপক্ষে। অার সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সুপার স্টার্স। উল্লেখ্য, এখন থেকে সন্ধার ম্যাচ ১৫ মিনিট আগে শুরু হবে।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/শরীফ