ব্যালন ডি'অরের সেরা তিনে ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ না থাকায় অবাক হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চার বারের বর্ষসেরার মতে রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গায় সুয়ারেজের থাকা উচিত ছিল। ব্যালন ডি' অরের সেরা তিনের তালিকা প্রকাশ করার পর মেসি এ মন্তব্য করেন।
মেসির মতে, ব্যালন ডি’অর মঞ্চে তার সঙ্গে দাঁড়াবে সুয়ারেজ ও নেইমার। অর্থাৎ সোনার বলের যুদ্ধে তাঁর পছন্দের ত্রয়ী সেই ‘এমএসএন’।
পঞ্চম বার ব্যালন ডি’অর প্রাপ্তির দৌঁড়ে অনেকটা এগিয়ে মেসি। যার আগে ‘ওয়ার্ম আপ’ হিসাবে জোড়া সম্মান পেলেন বার্সার তারকা। গত মৌসুমে লা লিগার সেরা ফুটবলার ও সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব