২০১৫ সালে বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণার পাশাপাশি বর্ষসেরা টেস্ট দলেরও তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় সর্বোচ্চ পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ৩ জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। এছাড়া, নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার আছেন এই তালিকায়।
বুধবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।
আইসিসি টেস্ট দল: অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, জোস হ্যাজলউড, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক (অধিনায়ক), জো রুট, স্টুয়ার্ট ব্রড, পাকিস্তানের ইউনিস খান, সরফরাজ আহমদে (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট এবং দ্বাদশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব