বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে ইতোমধ্যে দোষী প্রমাণিত দক্ষিণ আফ্রিকার অলিম্পিক স্বর্ণজয়ী দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে দেয়া রায় পরিবর্তন করেছেন দেশটির আপিল আদালত। অনিচ্ছাকৃত হত্যা নয় [ম্যানস্লটার] , বরং হত্যার দায়েই দোষী প্রমাণিত হলেন দু'পাবিহীন এই প্যারালিম্পিক দৌড়বিদ। গত বছর দেশটির রাজধানী প্রিটোরিয়ার একটি আদালত তাকে অনিচ্ছাকৃত নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষ এ রায়ের বিপক্ষে আপিল আদালতে আবেদন করেছিল। এ আবেদনের প্রেক্ষিতেই আজ ওই রায় দেয়া হলো। খবর বিবিসির
২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে জনপ্রিয় মডেল বান্ধবী রিভাকে গুলি করে খুন করেন অস্কার পিস্টোরিয়াস। অনুপ্রবেশকারী ভেবে ভুল করে বান্ধবীকে খুন করেন বলে স্বীকার করেন পিস্টোরিয়াস। ইচ্ছেকৃত খুনের কথা অস্বীকার করেন তিনি। পরে প্রিটোরিয়ার একটি আদালতে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগেই দোষী প্রমাণিত হন তিনি। দোষী প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তবে আপিল আদালতের রায়ে তা হত্যা বলেই প্রমাণিত হওয়ায় পিস্টোরিয়াসের সাজার মেয়াদ বাড়বে। তা আজীবন পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে গৃহবন্দী পিস্টোরিয়াস তার প্রাথমিক সাজার এক বছর খেটেছেন। নতুন করে সাজা শোনার জন্য তাকে পুনরায় আদালতে হাজির হতে হবে।
এদিকে, আপিল আদালতের আজকের দেয়া রায়ের বিরুদ্ধে সাংবিধানিক আদালতে আবেদন করতে পারেন পিস্টোরিয়াস। তবে তা কেবল তখনই সম্ভব যদি পিস্টোরিয়াসের আইনজীবীরা আদালতে যুক্তি দেখাতে পারেন যে রায়ে তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। বিশেষজ্ঞরা অবশ্য এক্ষেত্রে তেমন কোনো যৌক্তিক কারণ দেখছেন না।
বিডি-প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৫/শরীফ