নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। অন্য সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ডস। আগামী শনিবার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
বৃহস্পতিবার ব্যাংককের টের্দথাই ক্রিকেট মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮৯ রান করে বাংলাদেশ। ১০ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ লড়াইয়ের পুঁজি গড়ে ফারজানা ও শারমিন আক্তারের ব্যাটে। চতুর্থ উইকেটে এই দুই জন উপহার দেন ৫১ রানের চমৎকার এক জুটি।
শারমিন আক্তারের (২২) রান আউটে ভাঙে ১০.২ ওভার স্থায়ী জুটি। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ৪৩ বলে ৪ চারে সর্বোচ্চ ৪৩ রান করেন ফারজানা। ৯৪ রান করে তিনিই টুর্নামেন্টে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। শারমিন আক্তার-ফারজানা ছাড়া বাংলাদেশের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।
জবাবে পাঁচ বল বাকি থাকতে ৫৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি কখনো জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। পেলাজিয়া মুজাজি (১০) ছাড়া জিম্বাবুয়ের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১০ রান।
৮ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রুমানা। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।
এছাড়া ফাহিমা খাতুন ও শায়লা শারমীন দুটি করে উইকেট নেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ। আয়োজক বলে বাংলাদেশকে সেবার বাছাই পর্ব পেরিয়ে আসতে হয়নি।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব