বিপিএলে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে শিগগিরই জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য আন্তর্জাতিক টুর্নামেন্টে ফেরা মোহাম্মদ আমির। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।
চিটাগং ভাইকিংসের হয়ে ৮ ম্যাচে ১১ উইকেটে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন চতুর্থ স্থানে আমির। এখন পর্যন্ত ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৭১ করে। আমিরের এমন পারফরম্যান্স নড়েচড়ে বসতে বাধ্য করেছে পাকিস্তান ক্রিকেটের কর্তাব্যক্তিদের।
তবে শুধু পিসিবি চেয়ারম্যানই নন, পাকিস্তানের বর্তমান কোচ ওয়াকার ইউনিসও আমিরের জাতীয় দলে ফেরার ব্যাপারে ইতিবাচক। শাহরিয়ার খান আর ওয়াকার- দু'জনই আমিরের ভূয়সী প্রশংসা করেছেন। লাহোরে ওয়াকার ও প্রধান নির্বাচক হারুন রশিদের সঙ্গে বৈঠকের পর শাহরিয়ার খান বলেন, ‘গত চার-পাঁচ মাস ধরে সে (আমির) দারুণ পারফর্ম করছে। সে আমাদেরকে জাতীয় দলে পুনরায় বিবেচনার বার্তাই দিচ্ছে। যদি কোচ ও নির্বাচকরা তার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেন তাহলে বোর্ড অব গভর্নরসকে অবহিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
এ প্রসঙ্গে ওয়াকার বলেন, ‘আমিরকে বিপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছে। এখন সে খুবই ভালো ফর্মে আছে। যা ইতিমধ্যে প্রমাণও হয়েছে। আইসিসি ও পিসিবিকে দেখিয়েছে, সে সঠিক পথেই রয়েছে। তাই তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত।’
উল্লেখ্য, ২০১০ সালে লর্ডস টেস্টে ফিক্সিং কেলেঙ্কারির দায়ে মোহাম্মদ আসিফ ও সালমান বাটের সঙ্গে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন আমির। গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর আবারও ঘরোয়া টুর্নামেন্টে খেলায় ফিরেছেন। তবে কবে তিনি জাতীয় দলে ফিরবেন সেটা পুরোপুরি পিসিবির ওপর নির্ভর করছে।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব