বিপিএলের তিন পর্বের দুটিই শেষ হয়ে গেছে ঢাকা এবং চট্টগ্রামে। আগামী ৬ ডিসেম্বর থেকে ফের বিপিএলের বল মাঠে গড়াবে মিরপুরে। তবে অর্ধেকের বেশি পথ পাড়ি দেয়া হয়ে গেলেও দর্শকদের কেন যেন মন ভরাতে পারছিল না বিপিএল। তবে দর্শকদের সেই আক্ষেপ এবার হয়তো ঘুচবে। কারণ, বিপিএলের দর্শক মাতাতে ইতিমধ্যে ঢাকার এসে পৌঁছেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল।
শুক্রবার বিকাল ৫টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন গেইল। বরিশাল বুলসের হয়ে টুর্নামেন্টের বাকি অংশ মাতাবেন তিনি।
বিপিএলের আগের দুই আসরেও ছিলেন গেইল। খেলেছিলেন ঢাকা এবং বরিশালের হয়ে। এরই ধারাবাহিকতায় এবারও বরিশালের হয়ে খেলতে দেখা যাবে সবচেয়ে বিধ্বংসী এই ব্যাটসম্যানকে। শুধু তাই নয়, এবারের আসরে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটারও তিনি। কারণ, গেইলকে ম্যাচ প্রতি ফি দিতে হবে ২৮ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব