ভারতের প্রথম ইনিংসে করা ৩৩৪ রানের জবাবে দ্বিতীয় দিনের ৩৩ বল বাকি থাকতেই রবিন্দ্র জাদেজার স্পিন তোপে পড়ে মাত্র ১২১ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের চেয়ে এখনো ২১৩ রানে পিছিয়ে প্রোটিয়ারা।
নিয়ম অনুযায়ী দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন করাতে পারতো ভারত। কারণ, প্রথম ইনিংসে অন্তত ভারতের চেয়ে ২০০ রানের ব্যবধানে পেছনে রয়েছে সফরকারীরা। সুযোগ থাকা সত্ত্বেও প্রোটিয়াদের ফলোঅন করালো না ভারত। বরং নিজেরাই সিদ্ধান্ত নিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করার। ফলোঅন করালে অবশ্য ইনিংস ব্যবধানে জয় পেতেও পারতো বিরাট কোহলির দল। তাতে করে টেস্ট র্যাংকিংয়ে এক নম্বরে থাকা দলটির বিপক্ষে গৌরবময় এক জয়ই পেয়ে যেতো তারা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুর দিকে বিপদে পড়লেও আজিঙ্কা রাহানের সেঞ্চুরির ওপর ভর করে ৩৩৪ রানের ‘বিশাল’ স্কোর দাঁড় করায় ভারত। ১২৭ রান করে আউট হন রাহানে। ক্যারিয়ারে ৫ টেস্ট সেঞ্চুরির মধ্যে ভারতের মাটিতে এটাই তার প্রথম। ঘরের মাঠে এর আগে রাহানের সর্বোচ্চ রান ছিল ১৫। সেটাকে এবার তিনি টেনে নিয়ে গেলেন ১২৭ রান পর্যন্ত।
অথচ জবাব দিতে নেমে প্রোটিয়ারা কিনা আজিঙ্কা রাহানের রানটাই করতে পারেনি। জাদেজা-অশ্বিনের স্পিন ঘূর্ণিতে রাহানের ব্যক্তিগত রান থেকে ৬ রান দূরে থাকতে অলআউট হয়ে যায় হাশিম আমলা বাহিনী। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন এবি ডি ভিলিয়ার্স। ২১৩ রানের লিড পেয়েও ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কোহলিরা।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৫/মাহবুব