চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা নিয়ে সংশয় ছিল চেলসি-আর্সেনালের। পোর্তোর বিপক্ষে হেরে গেলে বাদ পড়ত চেলসি আর টিকে থাকতে আর্সেনালের প্রয়োজন ছিল ২ গোল ব্যবধানের জয়। বুধবার রাতে দুই দলই তাদের লক্ষ্যপূরণ করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে।
ঘরের মাঠ স্টার্মফোর্ড ব্রিজে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে বাদ পড়ার পরিবর্তে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে মরিনহোর চেলসি। সেই সুবাদে তাদের নিশ্চিত হয়েছে নকআউটপর্বে খেলা, অন্যদিকে বাদ পড়েছে পোর্তো।
ম্যাচের ১২ মিনিটেই পোর্তোর মারকানোর আত্নঘাতী গোলে এগিয়ে যায় চেলসি, পরে ৫২ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন চেলসির উইলিয়াম।
এদিকে প্রায় অসম্ভবকে জয় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট পেয়েছে আর্সেনাল। অলিম্পিয়াকসের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জয় না পেলে চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে যেত আর্সেনালের। কিন্তু জেরার্ডের হ্যাটট্রিকে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ম্যাচের ২৯, ৪৯ ও ৬৭ মিনিটে তার ৩ গোলে আর্সেনাল ম্যাচটি জিতেছে ৩-০ ব্যবধানে।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন