বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ অনুষ্ঠিত ২৯তম ম্যাচে সিলেট সুপার স্টারসদের বিপক্ষে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে কুমিল্লাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি। শেষ খবর পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ উইকেট হারিয়ে ৪.১ ওভার থেকে ২৬ রান সংগ্রহ করেছে। লিটন দাস ৪ রান করে সাজঘরে ফিরেন।
বিপিএলের চলতি তৃতীয় আসরে এ পর্যন্ত ৯ ম্যাচে ৬টি জয় ও ৩টি পরাজয় নিয়ে পয়েন্ট টেলিবের দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপরদিকে সমান ম্যাচে ৬টিতে পরাজয় ও ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে সিলেট সুপার স্টারস।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৫/শরীফ