ইংল্যান্ডের বিপক্ষে অাসন্ন চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক করা হয়েছে এবি ডি ভিলিয়ার্সকে। সদ্য সমাপ্ত ভারত সফরে স্বাগতিকদের কাছে চার ম্যাচ টেস্ট সিরিজ ৩-০ তে পরাজিত হওয়ার প্রেক্ষাপটে প্রোটিয়াদের নির্বাচকরা সাতজন স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলার নীতিতে পুনরায় ফিরে আসতে বাধ্য হন। ভারত সফরে কোনো ইনিংসেই ২১৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি প্রোটিয়ারা। খবর এপির
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অাজ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারত সফরে দলে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডে কক। তবে তাকে ওয়ার্ম আপ ম্যাচের জন্য 'এ' দলে রাখা হয়েছে। চলতি মাসের ২৬ তারিখ থেকে ডারবানে শুরু হচ্ছে তাদের মধ্যকার প্রথম টেস্ট। এছাড়া দেশ দুটির মধ্যে ৫টি একদিনের ম্যাচের একটি সিরিজ ও ২টি টি-২০ ম্যাচও হবে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের টেস্ট স্কোয়াড হলো হাশিম আমলা [অধিনায়ক], এবি ডি ভিলিয়ার্স, কাইল অ্যাবোট, টেম্বা বাভুমা, জেপি ডুমিনি, পাফ ডু প্লেসিস, ডিন এলগার, মরনি মরকেল, ডেন পিয়েডত, কাগিসো রাবাদা, রীলি রুশো, ডেল স্টেইন, স্টিয়ান ভ্যান জিল।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৫/শরীফ