তামিমের চিটাগং ভাইকিংস আগেই বাদ পড়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্সের সঙ্গে বুধবার শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল বরিশাল বুলসও। ফলে বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ দিনে বিপিএলের সেরা চারে জায়গা নিশ্চিত করার লড়াইটা ছিল মূলত ঢাকা ও সিলেটের মধ্যে। সমীকরণটা এমন ছিল- ঢাকা জিতলেই সরাসরি শেষ চারে জায়গা নিশ্চিত হবে। তাই দিনের প্রথম ম্যাচে সিলেটকে শুধু জিতলেই হতো না, অপর ম্যাচে ঢাকার হার কামনা করতো হতো। তখন রান-নেটের ব্যাবধানে এগিয়ে থাকা দলটায় শেষ চারে খেলার সুযোগ পেতো।
তবে বৃহস্পতিবার মাঠে নামার আগেই জিতে গেল ঢাকা। দিনের প্রথম ম্যাচে যে মাশরাফির কুমিল্লার কাছে ৭১ রানে হেরে গেছে মুশফিকের সিলেট। আর এই হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই পয়েন্ট তালিকার চতুর্থ থেকে শেষ চার নিশ্চিত হয় ঢাকার।
এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের যে অবস্থা, তাতে কুমিল্লা ও রংপুর যথাক্রমে ১ ও ২—এ থাকছে সেটি অনেকটাই নিশ্চিত। তবে তৃতীয় স্থানে থাকা বরিশাল বুলস নিজেদের শেষ ম্যাচে ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে দিলে তখন প্রথম তিন দলের রান রেটের হিসেব নিয়ে বসতে হতে পারে। জিতলেও ঢাকা চতুর্থ অবস্থানেই থাকবে।
তবে বরিশালের খুব বেশি বড় জয়ের সম্ভাবনা আপাতত কম ধরে নিয়েই আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া সেরা চারের লড়াইয়ের সম্ভাব্য সূচিটা দাঁড়াচ্ছে এমন—
প্রথম কোয়ালিফায়ার: কুমিল্লা বনাম রংপুর—এখানে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
এলিমিনেটর: বরিশাল বনাম ঢাকা—জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। হেরে যাওয়া দল বিপিএলের তৃতীয় আসর থেকে বিদায় নেবে।
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল বনাম এলিমিনেটরে জয়ী দল।
ফাইনাল: প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দুই দল।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব