বিপিএলের লিগ পর্বের ম্যাচ শেষ হয়েছে। এবার শুরু ফাইনালে ওঠার লড়াই। শনিবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে নামছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
লিগ পর্বের ১০ ম্যাচে সাতটি করে জয় তুলে সমান ১৪ পয়েন্ট অর্জন করে কুমিল্লা, রংপুর ও বরিশাল। রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ দুইয়ে জায়গা পায় কুমিল্লা ও রংপুর। শনিবার এ দুটি দলই মাঠে নামছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। যে দল জিতবে তারা সরাসরি উঠবে বিপিএলের তৃতীয় আসরের ফাইনালে। হেরে যাওয়া দলের জন্যও থাকছে ফাইনালে ওঠার সুযোগ। এলিমিনেশন রাউন্ডের (ঢাকা-বরিশাল) জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিতলে ফাইনাল নিশ্চিত করবে তারা।
প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি দুটি দলই (রংপুর ও কুমিল্লা) এবারের আসরে বেশ শক্তিশালী। দাপট দেখিয়ে লিগ পর্বের এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করে সাকিব ও মাশরাফির দল। মুখোমুখি লড়াইয়েও সহাবস্থানে তারা। লিগ পর্বে একে অপরের বিপক্ষে জিতেছে একটি করে ম্যাচ।
বিডি-প্রতিদিন/ ১১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন