বিপিএলে প্রথম কোয়ালিফায়িং ম্যাচে টস হেরে ব্যাট করছে কুমিল্লা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১৬ ওভার শেষে ৫ উইকেটে ১১২ রান।
লিটন দাসের আউটের পরই সবাইকে অবাক করে মাঠে নামে কুমিল্লার অধিনায়ক মাশরাফি। তবে মাঠে নেমে খুব বেশি সময় থাকতে পারেননি তিনি। লংকান অলরাউন্ডার পেরেরার বলে রংপুরের অধিনায়ক সাকিবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি। আউট হওয়ার আগে করেন ১ রান।
শক্তি এবং পরিসংখ্যানের বিচারে এবারের বিপিএলে সমান তালেই এগিয়ে যাচ্ছে কুমিল্লা এবং রংপুর। গ্রুপ পর্ব শেষে ১০ ম্যাচ খেলে দুই দলই তুলে নিয়েছে ৭টি করে জয়। এমনকি মুখোমুখি লড়াইয়েও তারা সমানে সমান। নিজেদের মধ্যে লড়াইয়ে একটি করে জয় তুলে নিয়েছে দুই দলই। প্রথম খেলায় রংপুরকে মাত্র ৮২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল কুমিল্লা। ফিরতি ম্যাচে কুমিল্লাকে ২১ রানে হারিয়ে প্রতিশোধ নেয় রংপুর।
প্রথম কোয়ালিফায়িং ম্যাচে যে দল জিতবে সেটিই চলে যাবে সরাসরি ফাইনালে। আর যারা হারবে তাদের সামনেও সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে এলিমেনিটর পর্বে জয়ী দলের সঙ্গে রবিবার জিততে হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলটিকে।
বিডি-প্রতিদিন/১২-১২-২০১৫/ এস আহমেদ