বিপিএলের এলিমিনেটর পর্বের ম্যাচে বরিশাল বুলসের কাছে ১৮ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে এই জয়ে ফাইনালে পথে এক পা দিয়ে রাখল গেইলের বরিশাল বুলস।
আগামীকাল রবিবার মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বরিশাল। এই ম্যাচে জয়ী দল আগামী ১৫ ডিসেম্বর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে বরিশাল বুলস। জবাবে ঢাকা ডায়নামাইটসের ইনিংস থামে ৮ উইকেটে ১১৭ রানে।
বিডি-প্রতিদিন/ ১২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন