বার্সেলোনাকে তাদের মাঠেই ২-২ গোলে রুখে দিয়েছে পুচকে দেপোর্তিভো লা করুনা। শনিবার রাতে নেইমারবিহীন ম্যাচে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও তাই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি লুইস এনরিকের শিষ্যরা। বার্সার হয়ে গোল দুটি করেছেন মেসি ও ইভান রাকেটিক। অন্যদিকে দেপোর্তিভোর হয়ে গোল দুটি করেছেন লুকাস ও আলেক্স বার্গানটিনো।
এদিন, ন্যু কাম্পে ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের ভালো একটা সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু ডি-বক্সের ভেতর সান্দ্রো হেডে লুইস সুয়ারেসকে বল বাড়ালেও লক্ষ্যভ্রষ্ট শট নেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। ম্যাচের ৩১তম মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু মেসির জোরাল শট কোনোমতে ফেরান গোলরক্ষক। তবে এর ৮ মিনিট পরেই খুলে যায় গোলমুখ। মেসির চোখ ধাঁধাঁনো গোলে ১ গোলে এগিয়ে থেকে বিরতি যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে ৫৫তম মিনিটে দেপোর্তিভোর জালে বল ঢোকাতে পারলেও অফসাইডের বাঁশি বাজায় উদযাপন করতে পারেননি সুয়ারেস। তবে ৬২তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাকেটিক। ডি বক্সের একটু বাইরে থেকে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের কোনাকুনি শট রুখতে পারেননি গোলরক্ষক।
২-০ গোলে পিছিয়ে পড়ার পর সম্ভিত ফিরে পায় লা করুনিয়া। ম্যাচের ৭৭ মিনিটে লুকাসের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। আর ৮৬ মিনিটে আলেক্স বার্গানটিনোর গোলে ম্যাচে সমতা ফেরে। এই সমতা আর ভাঙতে পারেনি কাতালানরা। ফলে দিপোর্টিভো লা করুনিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় এনরিকের শিষ্যদের।
১৫ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই আছে বার্সেলোনা। ৩২ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় ও ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে আছে। দুই দলই এক ম্যাচ কম খেলেছে।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব