সৌদি আরবের জেদ্দায় ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) আয়োজিত আন্তঃকনস্যুলেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা। আগামী ১৭ ডিসেম্বর এ ফাইনাল অনুষ্ঠিত হবে।
শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ কনস্যুলেট দল। জেদ্দার আইডিবি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।প্রথমে ব্যাট করে মাত্র ১১৭ রান সংগ্রহ করে ভারতীয় দল।
১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখে পাঁচ উইকেটেই জয় তুলে নেয় বাংলাদেশ দল।
এদিকে, গতকাল শনিবার আরেক সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলংকা।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/শরীফ