বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোয়ালিফায়ার্স ম্যাচে না খেলেই ফিরে গেলেন ক্রিস গেইল। গেইলের অনুপস্থিতিতেই রবিবার রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বরিশাল বুলস। আগামী ১৫ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বুলস।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে বিপিএল ছেড়ে গেছেন গেইল। রংপুরের বিপক্ষে রবিবারের ম্যাচে তার জায়গায় বরিশালের হয়ে খেলেছেন শ্রীলঙ্কার সেকুজিপ্রসন্ন। বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলতে চুক্তিবদ্ধ গেইল। সেখানে ব্রিসবেন হিটের বিপক্ষে তার প্রথম ম্যাচ রয়েছে ১৯ ডিসেম্বর। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে বিগ ব্যাশের দলগুলির চুক্তি অনুযায়ী সপ্তাহখানেক আগে দলের সঙ্গে যোগ দিতে হয়।
বরিশাল বুলসের হয়ে চলতি আসরে চারটি ম্যাচ খেলেছেন এই মারকুটে ব্যাটসম্যান। তবে সেভাবে হাত খুলে খেলতে পারেননি। শতক করার ঘোষণা দিয়ে বাংলাদেশে পা রাখলেও ৯২ রানের একটি ইনিংস খেলেছেন মাত্র। এছাড়া বাকি তিন ইনিংসে করেছেন যথাক্রমে ৮, ৮ ও ৩১ রান।
দীর্ঘদিন ধরে ভুগতে থাকা পিঠের চোট কাটাতে গত আগস্টে অস্ত্রোপচার করিয়েছিলেন গেইল। বিপিএল দিয়েই মাঠে ফিরেছেন চার মাস পর।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ