ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মারলন স্যামুয়েলসকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। পরীক্ষায় তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে একথা জানিয়েছে। এ নিয়ে স্যামুয়েলসের বোলিং দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞার মুখে পড়লো। খবর রয়টার্সের
গত অক্টোবরে শ্রীলংকা সফরে ক্যারিবীয়দের প্রথম টেস্টের পরপরই স্যামুয়েলসের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে উল্লেখ করে অাইসিসির কাছে প্রতিবেদন দেন সংশ্লিষ্ট আম্পায়াররা। এর প্রেক্ষিতে চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইসিসি অনুমোদিত ল্যাবে তার বোলিং পরীক্ষা হয়। এতে তার বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে ধরা পড়ে। অাইসিসির বিবৃতিতে একথা উল্লেখ করা হয়েছে।
৩৪ বছর বয়সী স্যামুয়েলস অফ স্পিন বল করে থাকেন। ক্যারিবীয়রা তাকে বোলিংয়ের কাজে অনিয়মিতভাবে ব্যবহার করতো। এর অাগে ২০০৮ সাল থেকে প্রায় চার বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ ছিলেন স্যামুয়েলস। পরে অবশ্য সংশোধনী কাজে উন্নতি হওয়ায় তাকে ২০১১ সালে ফের বোলিং করার অনুমোতি দেয় অাইসিসি।
এদিকে, এক বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদনের কোনো সুযোগ নেই ক্যারিবীয় এই ক্রিকেটারের। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই কেবল পুনরায় বোলিং অ্যাকশন পুনঃপরীক্ষার জন্য আবেদন করতে পারবেন তিনি।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ