সফরকারী শ্রীলংকার বিপক্ষে প্রথম তিন ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ডল। এতে বাদ পড়েছেন তাদের দুই মূল বোলার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। তবে ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান হেনরি নিকোলস।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে প্রথম তিনটির জন্য আপাতত দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ব্যস্ত টেস্ট সূচির কারণে ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দেয়া হয়েছে।
অন্যদিকে লংকানদের বিপক্ষে প্রথম দুই টেস্টে বোলিং আক্রমণে নেতৃত্ব দেয়্ বোল্টের সতীর্থ টিম সাউদিকে প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেয়া হয়েছে।
উল্লেখ্য, ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে অনুষ্ঠিত প্রথম টেস্টে নিউজিল্যান্ড ১২২ রানে জয়লাভ করে। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ১৮ ডিসেম্বর থেকে হ্যামিল্টনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
কিউইদের ওয়ানডে দল : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, মিশেল ম্যাকক্লেনেঘান, এডাম মিলনে, হেনরি নিকোলস, লুক রোঞ্চি, মিশেল সানটার, ইস সোদি, রস টেইলর, কেন উইলিয়ামসন, জর্জ ওয়ার্কার।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ