সেরা টেস্ট একাদশ তৈরি করছেন শেন ওয়ার্ন। নিজের ফেসবুক পেজে ওয়ার্ন লিখেছেন, তিনি যাদের বিরুদ্ধে খেলেছেন তাদের মধ্যে থেকে তাঁর চোখে সেরা ভারতীয় একাদশ তিনি বাছলেন।
ফেসবুকে ওয়ার্ন লিখেন, 'যাদের সঙ্গে আমি খেলেছি তাদের মধ্য থেকে সেরা টেস্ট খেলিয়ে ভারতীয় একাদশ বাছাটা খুবই কঠিন কাজ ছিল। বেঙ্গসরকার, সঞ্জয় মঞ্জেরকের, রবি শাস্ত্রী, মনোজ প্রভাকর, জহির খানেদের একাদশে না নিতে পেরে খারাপ লাগছে, কিন্তু দিনের শেষ আমাকে তো এগারো জনকেই বাছতে হবে।'
ওয়ার্ন বললেন, 'ছয় নম্বরে আজহার নাকি লক্ষ্ণণ কাকে রাখব তা নিয়ে বেশ দ্বিধায় পড়ে গিয়েছিলাম। কিন্তু শেষ অবধি আজহারকেই একাদশে রাখলাম। লক্ষণকে রাখলাম দ্বাদশ ব্যক্তি হিসেবে। তবে যে কোনও দিন লক্ষণকে একাদশে রাখতে চাইব।'
ওয়ার্নের ভারতীয় একাদশে ওপেন করবেন সেওয়াগ, সিধু।
ওয়ার্নের বিচারে সেরা ভারতীয় একাদশ (যাদের বিরুদ্ধে তিনি খেলেছেন)- বীরেন্দ্র শেবাগ, নভজোত্ সিং সিধু, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, মহম্মদ আজহারউদ্দিন, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, হরভজন সিং, জাভাগাল শ্রীনাথ। দ্বাদশ ব্যক্তি-ভিভি এস লক্ষণ।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন