বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল, লেস্টার সিটির মাঠে হারের পর সেটা বাড়তি মাত্রা পায়। অবশেষে অনুমানটায় সত্যি হলো। বাজে ফলাফলের কারণে চেলসি কোচের দায়িত্ব থেকে সরে যেতে হল পর্তুগিজ কোচ জোসে মরিনহোকে।
বৃহস্পতিবার চেলসি মালিক রোমান আব্রামোভিচ এক বিবৃতিতে মরিনিয়োকে বরখাস্ত করার বিষয়টি জানায়। খবর বিসিসির।
গত মৌসুমে চেলসিকে পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করানোর সাত মাস পর ছাঁটাই হলেন মরিনহো। ২০১৪-১৫ মৌসুমে ইপিএলে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে আট পয়েন্টে এগিয়ে থেকে শেষ করে চেলসি। গত মৌসুমে লিগ কাপও জেতে দলটি। কিন্তু এ মৌসুমের শুরু থেকেই বড্ড বাজে খেলছে চ্যাম্পিয়নরা।
এবারের লিগে এখন পর্যন্ত শেষ হওয়া ১৬ রাউন্ডের নয়টিতে হেরেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠদশ স্থানে আছে তারা, অবনমন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট উপরে।
মরিনহোর অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অবশ্য ভালোই করে চেলসি। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের সেরা হয়েই নকআউট পর্বে ওঠে তারা।
দ্বিতীয় মেয়াদে ২০১৩ সালের জুনে লন্ডনের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন মরিনিয়ো।
এর আগে ২০০৪-০৫ মৌসুমে দায়িত্ব নিয়ে ৫০ বছর পর চেলসিকে শিরোপা জিতিয়েছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এ কোচ। এ পুর্তগিজ ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটিকে দু’টি ইংলিশ প্রিমিয়ার লীগ ও একটি এফএ কাপের শিরোপা জিতিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৫/মাহবুব