আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের সাবেক অলরাউন্ডার মনোজ প্রভাকরকে। তিনি আফগান প্রধান কোচ পাকিস্তানের ব্যাটিং কিংবদন্তী ইনজামাম-উল হকের সহকারী হিসেবে যোগ দিলেন প্রভাকর। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দলটির প্রধান কোচ ইনজামাম-উল-হকের সঙ্গে যোগ দেবেন তিনি।
ভারতের জাতীয় দৈনিক দ্যা হিন্দুকে প্রভাকর বলেন, ‘আফগান দলকে নির্দেশনা দিতে পারবো বলে আমি খুব আনন্দিত। তাদের অপরিমেয় মেধাবী খেলোয়াড় রয়েছে। আমি নিশ্চিত খুব শীঘ্রই সব সংস্করণের ক্রিকেটে নিজেদের প্রস্ফুটিত করবে তারা।’
আফগানদের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা মনোজ প্রভাকর ২০২২-১২ মৌসুমে ভারতের ঘরোয়া ক্রিকেট লিগ রঞ্জি ট্রফিতে দিল্লি ক্রিকেট দলের প্রথমে বোলিং কোচ এবং পরে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে খেলোয়াড়দের নিয়ে কটূক্তি এবং বাজে আচরণ করায় তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়।
ভারতের হয়ে ৩৯টি টেস্টে ১৬০০ রানের পাশাপাশি ৯৬টি উইকেট, আর ১৩০টি ওয়ানডেতে ১৮৫৮ রান করার পাশাপাশি ১৫৭টি উইকেট বলে দেয় ব্যাট-বল হাতে সমান পারদর্শী ছিলেন মনোজ প্রভাকর। সবথেকে মজার বিষয় হলো টেস্ট এবং ওয়ানডে নিয়ে মোট ৪৫টি ম্যাচে তিনি ব্যাট এবং বল দুটোতেই উদ্বোধন করেন। ১৯৯৯ সালে ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন এই অলরাউন্ডার।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব