নিষিদ্ধ ড্রাগ সেবনের পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়ায় পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহকে সাময়িক নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। আজ এক বিবৃতিতে সংস্থাটি একথা জানিয়েছে। খবর এপির
অাইসিসির পরীক্ষায় ইয়াসির শাহ কর্তৃক ১৩ নভেম্বর সরবরাহ করা প্রসাবের নমুনায় নিষিদ্ধ ড্রাগ ক্লরটালিডোন পাওয়া গেছে। এই ড্রাগটি ওয়ার্ল্ড এন্টিডোপিং এজেন্সির নিষিদ্ধ করা ড্রাগের তালিকায় রয়েছে।
২৯ বছর বয়সী শাহ এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করতে পারবেন। সেইসঙ্গে নিজের 'বি' স্যাম্পল পরীক্ষার জন্য ৭ দিনের মধ্যে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, শাহ ১২ টেস্টে ৭৬ উইকেট নিয়েছেন অার ১৫টি ওডিআই ম্যাচে নিয়েছেন ১৮টি উইকেট।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৫/শরীফ