হঠাত্ই অবসর জল্পনা দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যমে খবর টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে চলেছেন প্রোটিয়া ওয়ানডে অধিনায়ক।
ইংল্যান্ডের সঙ্গে দেশের মাটিতে টেস্টে খেলতে ব্যস্ত ডিভিলিয়ার্স নাকি বলেছেন, টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ধরণের ক্রিকেটের চাপ তিনি আর নিতে পারছেন। একারণে টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছর বয়সী এবি।
দক্ষিণ আফ্রিকার ধারাভাষ্যকার মাইক হেসমানের দাবি এবি বলছেন, 'আমাদের এত বেশি ম্যাচ খেলতে হচ্ছে, তাতে ক্রিকেটার ক্যারিয়ার বাড়াতে হলে অন্তত একটা ফরম্যাট থেকে অবসর নিতেই হবে।' ক'দিন আগেই বেঙ্গালুরুতে শততম টেস্ট খেলেছিলেন এবি।
এদিকে, ডারবান টেস্টে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৮৯ রানে পিছিয়ে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩০৩, জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট ২১৪ রানে।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব